বর্তমানে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দিল্লির বায়ুদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে।তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।
তালিকার শীর্ষে থাকা দিল্লির দূষণ স্কোর ২৬০ অর্থাৎ সেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই শহরের স্কোর ২৪১ অর্থাৎ এখানকার বায়ুর মানও একই পর্যায়ে।
তৃতীয় স্থানে পাকিস্তানের আরেক শহর করাচি, যার স্কোর ১৯৩। চতুর্থ অবস্থানে থাকা ঘানার রাজধানী রাজধানী আক্রার স্কোর ১৮৭ এবং পঞ্চম অবস্থানে ১৮৩ স্কোর নিয়ে রয়েছে রাজধানী ঢাকা স্কোর ১৯৭। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।