বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন।গতকাল রবিবার হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে তিনি এ ক্ষমা ঘোষণা করেন।যদিও এর আগে বাইডেন অঙ্গীকার করেছিলেন যে ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করবেন না।
আজ সোমবার বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
জো বাইডেন বলেন,আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদনপত্রে স্বাক্ষর করলাম। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে।
তিনি বলেন,হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।আর এটা ভুল।
সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে।এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও তিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।
জো বাইডেন বলেন,হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।
চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে ক্ষমা করবেন না তিনি।
গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। আর গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। শিগগির তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আনুষ্ঠানিকভাবে ছেলেকে নিঃশর্ত ক্ষমা করলেন জো বাইডেন।