দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্বাধীন মিউজিক শ্রোতাদের জন্য এনেছে অডিওবুক ও অডিওড্রামা। ২০১৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে লক্ষাধিক দেশি-বিদেশি গান এবং ভিন্ন ধারার অসংখ্য পডকাস্ট নিয়ে বাংলাভাষী শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
এবার শ্রোতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে শতাধিক বই নিয়ে যাত্রা শুরু করেছে স্বাধীন অডিওবুক, যেখানে রয়েছে কালজয়ী ও সমসাময়িক লেখকদের লেখা গল্প ও উপন্যাস। স্বাধীন অডিওবুক-এ শ্রোতারা পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, সত্যজিৎ রায় ও স্যার আর্থার কোনান ডয়েলসহ দেশি-বিদেশি জনপ্রিয় লেখকদের সাহিত্যকর্ম।
এছাড়া স্বাধীন অডিওড্রামা-র ভান্ডারে রয়েছে জনপ্রিয় সিরিজ তিন গোয়েন্দা মাসুদ রানা এবং শার্লক হোমস এর মতো বই। ভিন্ন ধারার পাঠকদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার, থ্রিলার, ডিটেক্টিভ, হরর, সায়েন্স ফিকশন, রোমান্টিক বইয়ের সম্ভার।
স্বাধীন অডিওবুক-এ কণ্ঠ দিয়েছেন এ. কে. আজাদ সেতু, জাহাঙ্গীর আলম, স্বপ্নীল সোহেল, শোয়াইব আহমদ, শেগুফতা আবিদ সারির মতো দেশের নন্দিত ভয়েস আর্টিস্ট-রা। স্বাধীন অডিওবুক প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরুল হক বলেন,শুরু
থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি বহুমুখী প্ল্যাটফর্ম তৈরি করা, যা আমাদের শ্রোতাদের সুস্থ বিনোদনের সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করবে। অডিওবুক পরিষেবা চালু করার মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি।
স্বাধীন মিউজিক-এ ব্যবহারকারীরা মাসিক মাত্র ২০ টাকায় গান, পডকাস্ট এবং অডিওবুক-এর সমস্ত কন্টেন্ট শুনতে পারছেন। সাবস্ক্রিপশন নিতে ব্যবহার করা যাচ্ছে দেশের প্রধান মোবাইল অপারেটর এবং মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো।
অ্যাপ ডাউনলোড ও ওয়েবসাইট: স্বাধীন মিউজিক অ্যাপ-টি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর-এ পাওয়া যাচ্ছে। এছাড়া www.shadhinmusic.com ওয়েবসাইট-এ সব ধরনের কন্টেন্ট উপভোগ করা যাচ্ছে।