এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে ভোক্তাপর্যায়ে। নভেম্বরের দামে বিক্রি হবে রান্নার কাজে ব্যবহৃত এই তরল পেট্রোলিয়াম গ্যাস। গত মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল এক হাজার ৪৫৫ টাকা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে নভেম্বর মাসে মূল্য সমন্বয়ের এই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১৪৫৫ টাকা, যা আগের মাসে ছিল ১৪৫৬ টাকা ছিল। অর্থ্যাৎ এক টাকা কমানো হয়েছিল।
ছেছরামি করার জায়গা পায়না। জনগনকে বাংলার বলদ মনে করেন? তামাসা ছাড়েন কে বলেছে ১ টাকা কমাতে?