Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ-কুপিয়ে বিকাশ ব্যবসায়ীর ১০লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাজারে এক বিকাশ ব্যবসায়ীকে এলোপাথারী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তারা ওই ব্যবসায়ীর ব্যাগভর্তি ১০ লক্ষ টাকা ছিনতাই করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আহত হলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে দোকান দিয়ে বিকাশ ব্যবসা করে আসছেন। তিনি প্রতিদিনের মতো গত সোমবার রাত ১১টার দিকে তার দোকান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু দোকান থেকে সফিপুর-আন্দারমানিক সড়কের কিছু দুর পৌছলে আগে থেকে উৎপেতে থাকা ৫/৭ জন দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। তার কাছ থেকে ব্যাগভর্তি ১০ লক্ষ টাকা, ৩টি এন্ড্রোয়েট ফোন ও ৭টি বাটন ফোন ছিনতাই করে দূবৃর্ত্তরা। পরে তার

ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে পড়লে একটি প্রাইভেটকার যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সাইফুলকে উদ্ধার করে স্থানীয় সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভার এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ওই বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু এঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ওই ব্যবসায়ীর ভাই ভাই শরিফ আহমেদ জানান, আমার ভাই তার বিকাশের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু ছিনতাইকারীরা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা টাকা, মোবাইল ছিনতাই করে ছিনতাইকারীরা।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এটা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ-কুপিয়ে বিকাশ ব্যবসায়ীর ১০লক্ষ টাকা ছিনতাই

Update Time : ০২:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাজারে এক বিকাশ ব্যবসায়ীকে এলোপাথারী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তারা ওই ব্যবসায়ীর ব্যাগভর্তি ১০ লক্ষ টাকা ছিনতাই করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আহত হলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে দোকান দিয়ে বিকাশ ব্যবসা করে আসছেন। তিনি প্রতিদিনের মতো গত সোমবার রাত ১১টার দিকে তার দোকান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু দোকান থেকে সফিপুর-আন্দারমানিক সড়কের কিছু দুর পৌছলে আগে থেকে উৎপেতে থাকা ৫/৭ জন দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। তার কাছ থেকে ব্যাগভর্তি ১০ লক্ষ টাকা, ৩টি এন্ড্রোয়েট ফোন ও ৭টি বাটন ফোন ছিনতাই করে দূবৃর্ত্তরা। পরে তার

ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে পড়লে একটি প্রাইভেটকার যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সাইফুলকে উদ্ধার করে স্থানীয় সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভার এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ওই বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু এঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ওই ব্যবসায়ীর ভাই ভাই শরিফ আহমেদ জানান, আমার ভাই তার বিকাশের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু ছিনতাইকারীরা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা টাকা, মোবাইল ছিনতাই করে ছিনতাইকারীরা।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এটা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।