ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ভারত আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য উষ্কানি দিচ্ছে। যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ । বুধবার (৪ ডিসেম্বর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ে হামলা করা হয়েছে ।
আমরা সেই হামলাকে বাংলাদেশের ওপর সরাসরি আক্রমন করেছে বলে মনে করছি। তাই এখন আমাদের উচিত যেভাবে আমরা একত্রিত হয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি সেইভাবে একত্রিত হয়ে ভারতের আগ্রাসনকে পরাজিত করতে হবে।
গাজী আতাউর রহমান বলেন, আমরা ভারতের প্রতিবেশি রাষ্ট্র। আমরা চাই আমাদের দুই দেশের সম্পর্ক ভালো থাকুক। কিন্তু ভারত তা চায় না। কেননা তারা এ দেশের জনগণের সাথে নয় বরং একটি দলের সাথে সম্পর্ক রাখতে চায়। তবে তাদের মনে রাখা উচিত প্রতিবেশি ভালো না থাকলে তা উভয়ের জন্যই ক্ষতি।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখান থেকে দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য ঠাকুরগাওয়ে উদ্দেশ্যে রওনা দেন তিনি।