গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদ হাসান, পৌর বিএনপির সেক্রেটারী ইখতিয়ার উদ্দীন ভূইয়া নিপন, শ্রমিকদলের সেক্রেটারী মতিয়ার রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোশার্রফ হোসেন বুলু,সদস্য সচিব একেএম শামছুল হক,সদস্য সু-দীপ্ত শামীম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।
শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।