গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী ও র্যাব-১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওয়াহিদুল শেখ (৩৫)। তিনি মাদক সিন্ডিকেটের মূলহোতা। তিনি মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ মাদকসহ কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় অবস্থান করছিলেন।
তিনি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প র্যাব-১। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওয়াহিদুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অভিনব কায়দায় রক্ষিত ১০ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-১। পরে গ্রেপ্তারকৃত ওয়াহিদুলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।