দুর্নীতিবাজ ব্যবসায়িদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এই পণ্য দু’টি ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে এবং আইন নিষিদ্ধ, খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে এক মানববন্ধন ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বুধবার বেলা ১১ টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঝিনাইদহ জেলা শাখার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমিনুর রহমান। বক্তব্য রাখেন উপধাক্ষ্য এন এম শাহজালাল, অধ্যাপক আলাউদ্দিন, শারমিন সুলতানা, উহ পরিচালক শরিফা খাতুন, সাদ্দাম হোসেন, এম এ কবির প্রমুখ। মানববন্ধনের পূর্বে এক র্যালি পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।