কুমিল্লার হোমনায় ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ হোমনা শাখার উদ্যোগে প্রথম বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘নট দ্য লেক অব রিসোর্সেস বাট ইনএপিসিয়েন্সি ইন ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন অবস্ট্যাকল টু ইকোনোমিক ডেভেলপমেন্ট’ (সম্পদের অভার নয়, ব্যবস্থাপনায় অদক্ষতাই অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা) শীর্ষক বিষয়ের ওপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘ভেনাস’ ও ‘মার্স’ দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হলরুমে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন ভয়োজার ইংলিশ স্কুল এন্ড কলেজ গৌরীপুর শাখার উপাধ্যক্ষ জয়ন্ত সাহা, বিচারক ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ভয়োজার গৌরীপুর শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ ও দাউদকান্দি বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ মানসুর আহমেদ। প্রতিযোগিতায় মার্স দল চ্যাম্পিয়ন হয়।