নওগাঁর আত্রাই উপজেলায় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং সুশিল সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসাইন এর সভাপতিত্বে পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ এর সঞ্চালনায় সভায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা বন কর্মকর্তা আব্দুল খালেক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালাম, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহসান হাবিব, প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মোঃ বাবর আলী, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালাম, এনজিও প্রতিনিধি মোঃ সাহাজান আলী, প্রকল্পের এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, সাংবাদিক একেএম কামাল উদ্দীনসহ কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ ও স্কুল ফোরামের সদস্যবৃন্দু।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ভিডিও ডকুমেন্টশন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপনায় কার্যক্রম ভালো লাগায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফলতা কামনা করেন।