মেহেরপুরে শুরু হয়েছে অভ্যন্তরিন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের জেলা খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মধ্য দিয়ে ধান সংগ্রহ অভিযান শুরু করেন। উপস্থিত ছিলেন, জেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার এম.এম ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ হোসেন।
এ মৗসূমে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৮ টাকা কেজি দরে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।
এখন পর্যন্ত জেলার এক হাজার ৯শ ৪১ মেট্রিকটন ধান দেওয়ার জন্য চলতি মৌসূমে ২শ ৭৪ জন কৃষক অ্যাপে আবেদন করেছেন। আর এক হাজার ৯৫ মেট্রিকটন চালের জন্য ১৩ জন মিলার সরকারীভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।