জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামী বাংলাদেশ নায়েবে আমীর নাজমুল হুদা, উপজেলা জামায়াতের আমীর ডাঃ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, গানী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, কৃষি অফিসার ইমরান আহমেদ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হাশেম উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, এলজিইডি উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোতালেব আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক রফিকুল আলম বকুল, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল আলম পান্না, যুগ্মআহবায়ক আমির হামজা, সাদ্দাম হোসেন জীবন, আন্দোলনে আহত শিক্ষার্থী তানভীর মেহেদী, নাজমুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশের স্বার্থে এবং আমাদের এই দেশ থেকে যেনো সকল বৈষম্য বিলুপ্ত হয় সে আহবান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে আহত নাজমুল হক ও তানভির মেহেদীকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। আলোচনা শেষে আহতদের দ্রুত সুস্থতা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ জাহিদুল ইসলাম।