নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল বুধবার ( ০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নের্তৃত্বে এসআই মানিকুল ইসলাম, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামের সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ী সামনে পাকা রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার মন্মথনাথ রায়ের ছেলে দীপংকর রায় (৩৫) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিন কেতকীবাড়ী (পাঠানপাড়া) এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১শত বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।