মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোরলেন বাস্তবায়নে বাধাপ্রাপ্ত দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। দোকানীদের মামলায় বেশ কয়েকমাস ধরে রাস্তা নির্মান কাজ বন্ধ থাকার পর স্থানীয়দের আন্দোলনের মুখে আইনী জটিলতা কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ ও কয়েকটি জায়গায় ফোরলেন নির্মান কাজ শুরু হয়। তবে গাংনী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনি ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মান কাজ স্থবির হয়ে পড়ে।
শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মানের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। তবে যাত্রী ছাউনির সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।
মামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মান কাজ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসন,
জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনী জটিলতা কাটিয়ে দোকানের ভাড়াচুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ শুরু হয়। এর মধ্য দিয়ে সড়কটি সংস্কার কাক্রম শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।