আজ (৬ ডিসেম্বর) শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আর আহত হয়েছেন অন্তত ২০ জন।আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চাকাই মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, নিহত ৪ জনের মধ্যে ট্রাক এবং বাসের দুই চালকসহ দুইজন যাত্রী রয়েছেন।
আব্দুল গফুর জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই মোড়ে সকাল ৮টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীতমুখী ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে কোচের চালক এবং ট্রাকের চালকসহ আরও ২ যাত্রী নিহত হয়েছেন।
(ওসি) আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ২০ জনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।