একটি গোষ্ঠি দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দেবো না। কোনো আগ্রাসন সহ্য করবো না। তিনি আরও বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্টি দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিলখানায় ৫৭জন সেনাকর্মকর্তাদের হত্যার প্রসঙ্গে তিনি বলেন, পিলখানার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবে কাকে বেছে নেবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
কুমিল্লার বিভাগ নিয়ে তিনি বলেন যত তাড়াতাড়ি পারেন কুমিল্লা বিভাগ দিয়ে দিন। জামায়াত ক্ষমতায় গেলে দূনীর্তি করব না,দূনীর্তি করতেও দেবো না,দূনিীর্তির মৃত্যু হবে সুনীতির জয় হবে বলে মন্তব্য করেন। সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন জোট নিরপেক্ষ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।