Dhaka ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার স্বীকৃতি ভারতকে দিতে হবে, বলেছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। এর স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করবো।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমাদের যখনই কথা বলার সুযোগ হয়েছে, আমরা বলেছি যে আপনাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেইল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা আশা করবো তাদের সুমতি হবে।

ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প দিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন। বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সম্প্রীতির মাধ্যমে জয়ী হবো। এবার সত্যটাকে তুলে ধরার জন্য বাংলাদেশের মিডিয়ার ওপর দায়িত্ব এসে পড়েছে বলে জানান তিনি।

দেশের কোথাও সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান উপদেষ্টা। মাহফুজ বলেন, কোথাও যদি নিপীড়ন হয়ে থাকে অন্য ধর্মাবলম্বীদের ওপর। আমরা বলি না নিপীড়ন হয় না। অল আউট কথা বলা অসত্য। যদি হয়ে থাকে, এর বিপরীতে সরকারের প্রচেষ্টাকেও আপনারা প্রচার করবেন। সুনামগঞ্জে আমরা ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থাটাও আপনারা বলবেন যাতে সংখ্যালঘু ভাই-বোনরা আস্থা পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়

শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ

Update Time : ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার স্বীকৃতি ভারতকে দিতে হবে, বলেছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। এর স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করবো।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমাদের যখনই কথা বলার সুযোগ হয়েছে, আমরা বলেছি যে আপনাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেইল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা আশা করবো তাদের সুমতি হবে।

ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প দিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন। বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সম্প্রীতির মাধ্যমে জয়ী হবো। এবার সত্যটাকে তুলে ধরার জন্য বাংলাদেশের মিডিয়ার ওপর দায়িত্ব এসে পড়েছে বলে জানান তিনি।

দেশের কোথাও সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান উপদেষ্টা। মাহফুজ বলেন, কোথাও যদি নিপীড়ন হয়ে থাকে অন্য ধর্মাবলম্বীদের ওপর। আমরা বলি না নিপীড়ন হয় না। অল আউট কথা বলা অসত্য। যদি হয়ে থাকে, এর বিপরীতে সরকারের প্রচেষ্টাকেও আপনারা প্রচার করবেন। সুনামগঞ্জে আমরা ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থাটাও আপনারা বলবেন যাতে সংখ্যালঘু ভাই-বোনরা আস্থা পায়।