সিরাজগঞ্জে প্রয়অত সাংবাদিক সুকান্ত সেন এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে স্মারণ সভা অনুষ্ঠিত হয়েচে।৫ ডিসেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এর সভাপতিত্বে সম্রণ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শরীঢুল ইসলাম ইন্না,সাবেক সভাপতি জাকিরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক,ইসমাইল হোসেন,গোলাম মোস্তফা রুবেন,আমিনুল ইসলাম,হীরক গুণ,আইয়ুব আলী প্রমুখ। এসময় করেনাযোদ্ধা সাংবাদিক সুকান্ত সেনের সাংবাদিকতা এবং পারিবারিক ও সামাজিক জীবনী নিয়ে আলোচনায় তার মতো করে নতুনদের সাংবাদিকতায় মনোনিবেশ করার আহবান জানানো হয়।
এর আগে তার মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেথ্য,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্খ সম্পাদক ,আরটিভি স্টাফ রিপোর্টার সাংবাদিক সুকান্ত সেন ২০২০ সালের ৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।