মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা মুক্ত দিবস ৭ ডিসেম্বর উদযাপিত। দিবসটি পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাব শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। প্রেসক্লাবের সদস্যরা পরে ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মাগুরা প্রেসক্লাবের একমাত্র মুক্তিযোদ্ধা সদস্য ওয়ালিয়র রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আলোচনা সভার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান তার বক্তব্যে বর্তমান প্রজন্মের সঠিক ইতিহাস জানার অধিকার রয়েছে বলে উল্লেখ বলেন, মিথ্যা এবং কাউকে তুষ্ঠ করার জন্য ইতিহাস বিকৃত করার অধিকার কারো দেয়া হয়নি। তিনি মাগুরার মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিপূর্বে বিকৃত ভাবে তৎকালীন কোন কোন সাংবাদিক রচনা করার তীব্র সমালোচনা করে বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য আহবান জানান। মাগুরা প্রেসক্লাব সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের কর্মসুচি পালন করে। এছাড়া জাসাস ও জাতীয়তাবাদী ছাত্রদল নানান কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে মাগুরা মুক্ত দিবস উদযাপিত
- সাইদুর রহমান,মাগুরা বিশেষ প্রতিনিধি:
- Update Time : ০২:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- ১৩২ Time View
Tag :
আলোচিত