সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সুমনের পরিবারকে অটোগাড়ি দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ সুমনের বাবা রঞ্জু সেখ ও মা ফিরোজা বেগমের হাতে অটোগাড়িটি তুলেদেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম,পুলিশ সুপার ফারুক হোসেন, লে.কর্নেল নাহিদ আল-আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এ সামান্যতম এ উপহার জেলা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে যাতে নিহত শহীদগণের পরিবারের সংসারের একটু হলে গাড়ীটি চালিয়ে যে আয় হবে তা দিয়ে অন্তত শহীদ সুমনের বাবা-মার সংসারটি চলে যাবে। ভবিষ্যৎ তে জেলা প্রশাসন শহীদদের পাশে থাকবে সবসময়। আজকে এ উপহার
এটি শহীদের কোনো বিনিময় নয়, অটোগাড়িটি শহীদ সুমনের প্রতি জেলা প্রশাসনের সামান্য ভালবাসা।