ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ফাইনালের মঞ্চে ৫৯ রানের বিশাল জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হয় ফাইনাল। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান।
শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইশ রানও করতে পারেনি। যেখানে নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১৯৮ রানে। জবাবে বাংলাদেশি বোলারদের তাণ্ডবে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবারা।
সবশেষ ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন ভারত নিজেদের শিরোপা সংখ্যা আপাতত বাড়াতে পারল না।