দেশ বিরোধী ষড়যন্ত্র, স্বৈরাচারের অপতৎপরতার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার বেলা ৩ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই মানববন্ধন করা হয়। শহরের স্কুল – কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলকারীরা দেশ বিরোধী ষড়যন্ত্র, স্বৈরাচারের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
পরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। বক্তব্য বলেন শিক্ষার্থী শ্রাবন, হাবিব ও রিয়াজ প্রমূখ। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন,স্বৈরাচারের অপতৎপরতার মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। তারা ইসকনকে ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু প্রতিবাদী ছাত্র সমাজ বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দেবে না।