সুনামগঞ্জের ছাতকে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে শহরের শহিদ মিনারের সামনে এক দুর্নীতি বিরোধী মানববন্ধন পর্বতী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, বিশিষ্ট রাজনীতিবিদ ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা.আফছার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসাইন। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুনাছির।বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মিলন মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা.সাইদুর রহমান, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার,ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রক্টর সাইদুর রহমান, ইপি সদস্য অজিত কুমার দাস, পৌর খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব মাওলানা জহির আহমদ, সাবেক পৌর কাউন্সিলর রত্না মালাকার, উপজেলা তথ্য সেবা সহকারী বিউটি চক্রবর্তী,
উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসানিক কর্মকর্তা অরুণ অধিকারী, জিতেন বর্মন জয়,উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, সাংবাদিক তাজিদুল ইসলাম, সাংবাদিক মীর আমান মিয়া লোমান,ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাবুল মিয়া, পর্যটক আকর্ষনে সহায়তা কারি এম এ সাত্তার, পৌর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ ফখরুল আমিন, সদস্য শাহ আলম প্রমূখ।