পটুয়াখালীর গলাচিপায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কামরান শাহিদ প্রিন্স মহব্বতের ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় মহব্বতের পৌরসভার কলেজ পাড়ার বাসভবনে এসব নগদ অর্থ প্রদান করেন মহব্বতের পক্ষে জিয়া উদ্দিন খান পিয়েল। এসময় আলী আহম্মদ মুন্সি বাড়ির জামে মসজিদ, আল আকসা জামে মসজিদ, মুরাদনগর জামে মসজিদ, চরবিশ^াস সাইফুল উমুল ইসলামিয়া মাদরাসা ও আমখোলা এফতেদায়ি মাদরাসার কমিটির সভাপতির কাছে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জিয়া উদ্দিন খান পিয়েল বলেন, দীর্ঘ দিন ধরেই কামরান শাহিদ প্রিন্স মহব্বত গলাচিপা ও দশমিনার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করে আসছেন। এছাড়া তিনি সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে হুইল চেয়ার, সহায়ক লাঠি, শীতবস্ত্র, কোরবানীর পশু বিতরণ ও চিকিৎসা খরচসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর এসব সহায়তা ও আর্থিক অনুদান অব্যাহত থাকবে।