নওগাঁ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ডিসি অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি মুহাম্মদ আবদুল আউয়াল।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি হলো ফৌজদারি অপরাধ। দুর্নীতি সমাজে বৈষম্য, অস্থিরতা ও রাষ্ট্রের ক্ষতি সাধন করে। অনিয়ম দুর্নীতির কারণে নাগরিক অধিকার লংঙ্ঘিত হয়। তাই বৈষম্যহীন ও সুন্দর দেশ গঠনে দুর্নীতি দমন করতে স্ব-স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
দুর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
এর আগে সকালে দুর্নীতি বিরোধী র্যালি ও জেলা ডিসি অফিসের (কার্যালয়ের) সামনে মানবন্ধন পালিত হয়। কর্মসূচিতে বিভন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।