যুব এশিয়াকাপ জয়ী বাংলাদেশ দল দেশে ফিরেছে। সোমবার দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় ফিরেছে এশিয়া সেরা যুবারা। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল। এবার তারা ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া কাপের শিরোপা জিতে।
এ আসরে গ্রুপ পর্বে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ দল। শেষ চারে পাকিস্তান আর ফাইনালে ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে লাল সবুজের যুবারা।
এদিকে, ব্যাক টু ব্যাক এশিয়া কাপ জয়ে টাইগার যুবাদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।