Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। গত সোমবার সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই  সকলকে  ঐক্যবদ্ধ হয়ে বন্ধু-র মত হাতে হাত রেখে দুর্নীতির মত বন্ধুর  পথকে অতিক্রম করতে হবে। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।সভাপতির বক্তব্যে তিনি বলেন, শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ামিন হোসেন, সি়ভিল সার্জন ডা আসিফ আহমেদ হাওলাদার, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, পিপি এডভোকেট সিরাজউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক  সাংবাদিক  মমতাজ উদ্দিন বাহারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

Update Time : ০২:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। গত সোমবার সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই  সকলকে  ঐক্যবদ্ধ হয়ে বন্ধু-র মত হাতে হাত রেখে দুর্নীতির মত বন্ধুর  পথকে অতিক্রম করতে হবে। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।সভাপতির বক্তব্যে তিনি বলেন, শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ামিন হোসেন, সি়ভিল সার্জন ডা আসিফ আহমেদ হাওলাদার, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, পিপি এডভোকেট সিরাজউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক  সাংবাদিক  মমতাজ উদ্দিন বাহারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।