Dhaka ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে উঠেনি জায়েদ খানের।

তিনি এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন। জায়েদ খান শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন।  জায়েদ খান এরইমধ্যে নতুন খবর জানালেন। নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদমাধ্যমটির ভিউজ্যুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ তারকা।

জায়েদ খান বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য আনন্দের।

জায়েদ খান আরও বলেন, দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পর্দায়। এ নিয়ে আমিও অনেক এক্সাইটেড, একইসঙ্গে আবার কিছুটা নার্ভাসও। কেননা, দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।

এদিকে বিগত সরকার পতনের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। মহম্মদ হান্নানের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনূর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

৩০০ মিলিয়ন ডলার পাচার: হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

Update Time : ০২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে উঠেনি জায়েদ খানের।

তিনি এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন। জায়েদ খান শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন।  জায়েদ খান এরইমধ্যে নতুন খবর জানালেন। নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদমাধ্যমটির ভিউজ্যুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ তারকা।

জায়েদ খান বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য আনন্দের।

জায়েদ খান আরও বলেন, দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পর্দায়। এ নিয়ে আমিও অনেক এক্সাইটেড, একইসঙ্গে আবার কিছুটা নার্ভাসও। কেননা, দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।

এদিকে বিগত সরকার পতনের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। মহম্মদ হান্নানের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনূর।