সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।মঙ্গলবার ভোরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জেলা কারাগারের সুপার কামরুল হুদা জানান। মৃত আতাউর রহমান আঙ্গুর (৫৫) শহরের দত্তবাড়ি মহল্লার মৃত আনসব আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেল সুপার কামরুল হুদা জানান, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ১ নভেম্বর থেকে কারাবন্দি ছিলেন। তার শ্বাসকষ্ট থাকায় শুরু থেকেই কারা হাসপাতালে ছিলেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সুপার।