গেল তিন দিন ধরে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে কুয়াশা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আবৃত থাকছে গোটা এলাকা। একই সাথে বাড়ছে শীতের তীব্রতা।
আজ বুধবার ভোরে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
সকালে ঘর থেকে বের হওয়া মানুষগুলো শীত নিবারনে আগুনের উষ্ণতা নিচ্ছেন। সড়কের পাশে বিভিন্ন স্থানে আগুনজ্বালানোর দৃশ্য চোখে পড়েছে। অন্যদিকে বাড়তি শীতের পোশাক নিয়ে চলাফেরা করছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা।
আজ সকাল ৯ টায় ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।