গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে তানভীর হোসেন সিহান ( ২৮)। সে উত্তরার একটি কারখানায় চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হানিফ স্প্রিং মিলের সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে তানভীর হোসেন সিহানকে ছুরিকাঘাত করে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। তাকে হত্যার পর ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
মৌচাক ফাঁড়ির পুলিশ এস আই সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে এক সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।