নীলফামারীর ডোমারে হরিণচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা,চড়–ইভাতি এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বুধবার (১১নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা ও সমাজসেবক আব্দুল লতিফ।
পঞ্চম শ্রেনীর ছাত্র পলক রাহাতের উপস্থাপনায় সভায় বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, জোবায়ের রহমান, শামীমা নাছরিন, বিদায়ী শিক্ষার্থী শাফিকাহ প্রমূখ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিগণ। পরে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে চড়–ইভাতি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সকল ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করা হয়। শিক্ষার মান উন্নয়নে সাহিত্য ও সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকল ছাত্র/ছাত্রীদের পরামর্শ প্রদান করেন বক্তারা।