রাজশাহীর পুঠিয়া উপজেলার সুনামধন্য এবং দৃষ্টি নন্দন শিক্ষা প্রতিষ্ঠান পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এর ৬ষ্ঠ শ্রেণীর ৫৪তম ব্যাচের ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উক্ত বিদ্যালয়ের আইসিটি হল রুমে এ লটারী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চার উপজেলার মোট ১৮৭ জন শিক্ষার্থী ফরম তুলে। তাদের মধ্যে লটারির মাধ্যমে ১৫০ জন প্রথমে নেওয়া হয়, অপেক্ষা মান রয়েছে ১১ জন শিক্ষার্থী। উক্ত লটারিতে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার আশরাফুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবকগণেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, এবার আমাদের বিদ্যালয় থেকে এসএসসিতে ১২৭৬ নম্বর পেয়ে মেধা তালিকা ও টেলেন্ট পুলে ৩ জন বোর্ড বৃত্তি পায়েছে। স্কুলের পরিবেশ শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখা পড়ার জন্যই পুঠিয়া বালিকা বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের স্কুলে মোট ৫৮৩ জন শিক্ষার্থী পাঠদানরত আছে। বিদ্যালয়ে বর্তমানে পাঠদান দেবার মতো মানসম্পন্ন বিল্ডিংয়ের অভাব রয়েছে। সরকারি ভাবে ভবন নির্মাণ এর জন্য বরাদ্দ দিলে শিক্ষার্থীরা আরো উন্নত পরিবেশে পাঠদানের মাধ্যমে ভালো ফলাফল করতে পারতো বলে এ শিক্ষক জানান।