প্রবাসীর অধিকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সন্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে, সিরাজগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সিরাজগঞ্জ আইএমটি সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান।
এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এবং মূলবিষয়বস্তু তুলে ধরেন, আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রকৌশলী অধ্যক্ষ মোঃ ফজলুল হক, আইএমটি সিরাজগঞ্জের সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, প্রকৌশলী শামীম হোসেন, ইন্সট্রাক্টর (গণিত) পিডিও ইনচার্জ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর রেজাউল হক, মাহবুবুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআিরডিবি সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার মোঃ আখলাকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, আইএমটি সিরাজগঞ্জের ইন্সট্রাক্টর ইলেকটিক্যাল মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময়ে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সুমী ঘোষ, রাজাপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা কল্পনা খাতুন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা, সিরাজগঞ্জ নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী, পি ডব্লিউ ডি এর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, জবা মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী সুলতানা পারভীন,বিজয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী পলি খাতুন, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদ, এপিসি মোতাহার হোসেন, শান্ত ইসলাম, সিনিয়র উপজেলা মৎস দপ্তরের এফ.এ গোলাম রাব্বি, ইউপি সদস্য রিমন হাসান, সাইদুল ইসলাম, আশরাফুল আলম, মোতালেব হোসেন, সাইফুল ইসলাম,
সদস্যা মনিজা বেগম, সুমী বেগম, শিক্ষক মাহমুদ হাসান ফরিদুল ইসলাম,তারিকুল
ইসলাম, কৃষক আবুল কালাম,ওমর ফারুক, আব্দুস সামাদ, ইমাম মোঃ মহি উদ্দিন, সাংবাদিক আজিজুর রহমান মুন্না, রেজাউল করিম, রাকিবুল ইসলাম রাকিব, আশরাফুল ইসলাম, ওয়াসিম, নজরুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।