বিএসটিআই কক্সবাজার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে রামু উপজেলা ও কক্সবাজার পৌরসভায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার এ অভিযানটি পরিচালনা করা হয়। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে রামু উপজেলা ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় (বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮) এর পরিপ্রেক্ষিতে রামু বাইপাস সড়কস্থ নাহার ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কক্সবাজার পৌরসভার উত্তর পেশকার পাড়ায় বিএসটিআই কর্তৃক বাধ্যতামূলক সিএম সনদ ব্যতীত আচার পণ্য বিক্রি এবং আচার পণ্যের মোড়কে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে ‘বিএসটিআই, আইন, ২০১৮’ লংঘনের দায়ে ৫০’ হাজার টাকা ও বিএসটিআই হতে বাধ্যতামুলক সিএম সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ লংঘনের দায়ে পেশকার পাড়ার মদিনা ‘আর ও’ ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় ৩ টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩’ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।এসময় মোবাইল কোর্টটি পরিচালনা করেন, বিএসটিআই কক্সবাজারের ফিল্ড অফিসার (সিএম) শিমু বিশ্বাস ও পরিদর্শক (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক।