ইসরায়েলি বাহিনী সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। গাজাজুড়ে বিভিন্ন স্থানে তারা ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে ২৪ ঘন্টায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত, এ এলাকায় নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।
হামলা করা হয়েছে খান ইউনিস, দেইর আল বালাসহ অন্যান্য এলাকাতেও। নতুন করে আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
গত ১৪ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮৩৫ জন। আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ।