মাগুরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৯ জন। তাঁরা হচ্ছেন আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এড, রোকুনুজ্জামান খান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, এড, শাহেদ হাসান টগর ও আমিনুর রহমান খান পিকুল।