কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ক সংক্রান্ত উচ্চ প্রতিনিধি (উপদেষ্টা পদমর্যাদার) ড.খলিলুর রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ।
গত শুক্রবার পরিদর্শনে আসা প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আলম খোকন। এ সময় শরনার্থী ত্রান ও প্রত্যাবাশন কমিশনার মোঃ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির দলের সদস্যরা সকাল ১১ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ আগমন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/১০ ব্লকে অবস্থিত ডব্লিউ এফ পি কর্তৃক পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করেন।এসময় ডাটা কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহের কার্যক্রম সম্পর্কে অবগত হন।প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ক্যাম্প-২০ এর এম/২৪ ব্লকে অবস্থিত আইওএম কর্তৃক পরিচালিত উদ্ভাবন কারখানা পরিদর্শন এবং সে সম্পর্কে স্থিরচিত্র এবং প্রামাণ্য চিত্রের মাধ্যমে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
পরে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন এবং ক্যাম্প-৯ এর জি/১০ ব্লকে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলের সদস্য উক্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবগত হন।
এছাড়াও পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ চীন মৈত্রী সড়কের মায়ানমার সীমান্ত পর্যবেক্ষণ করেন।
একই দিন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত রোহিঙ্গাদের জীবিকায়ন প্রকল্প পরিদর্শন করেন।এ সময় উক্ত সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ ঘুরে দেখেন ।
একই দিন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত রোহিঙ্গাদের জীবিকায়ন প্রকল্প পরিদর্শন করেন।এ সময় উক্ত সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ ঘুরে দেখেন ।
পরিদর্শন কালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, আইওএম, ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।