কুড়িগ্রাম উলিপুরের মোঃ তৌফিকুর রহমান তরঙ্গ এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৫তম স্থান অধিকার করেছে।
চিকিৎসক কিংবা সেনা কর্মকর্তা হয়ে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চায় তরঙ্গ। এইচএসসি ২০২৪- এ উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে সে।
২০০৬ সালে উলিপুর শতদল কিন্ডার গার্টেন থেকে ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় তরঙ্গ। ২০১৯ সালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। ওই বিদ্যালয় হতেই সে ২০২২ সালে এসএসসি’তে সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
তরঙ্গের বাবা মোঃ হাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। মা মোছাঃ নাজমিন আক্তার রীতা (গৃহিনী)। তৌহিদা জান্নাত নামে তার একটি ছোট বোন আছে। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বর্তমানে তরঙ্গ মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
এরই মধ্যে তরঙ্গ বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বিএমএ লং কোর্সের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে আইএসএসবি’তে ৫ দিনের কোর্সে অংশগ্রহণ করবে। স্বপ্ন পূরণে তার বাবা ও মা সকলের দোয়া কামনা করেছেন।