কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জরিমানা আদায়সহ বালু উত্তোলনের মালামাল ধ্বংস করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির বাঁশকাটা মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখে অভিযানটি চালানো হয়েছে।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃএরফান উদ্দিন।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের ফুলছড়ির-বাঁশকাটা এলাকার বাসিন্দা মৃত তৈয়ম গোলালের পুত্র নুরুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখ নামক স্থানে ১টি সেলো মেশিন ও শতফুট পাইপ কেটে ধ্বংস করা হয়েছে। ইউনিয়ন জুড়ে মাইকিং করার জন্য ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এরপরও যারা অবৈধ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী মোঃএরফান উদ্দিন।