Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুগ্রিামের রৌমারী সীমান্তে বিজিবি কতৃক ভারতীয় মদ আটক

রৌমারীতে বিজিবি কতৃক ভারতীয অফিসার চয়েস (মদ) উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর বিজিবি কোম্পানী’র ৬ সদস্যের একটি টহলদল টহল কমান্ডার হাবিলদার মো, জোহায়ের আলীর নেতৃত্বে নায়েক শ্রী ভবেশ চন্দ্রদাস, ল্যন্স নায়েক আকতার হোসেন, ল্যন্স নায়েক তাহাজ্জুদ হোসেন, সিপাহী শ্রী সুজিত বৈরাগী, সিপাহী মো, তরিকুজ্জামন।  রৌমারী সদর ইউনিয়নের সীমান্তবর্তি এলাকা বোল্লাপাড়া ১০৬৩/৪ এস সীমান্তের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে টহলরত জোয়ানরা ওত পেতে থাকে।

ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে ভারতের কাটাতার ভেদকরে বস্তা মাথায় ২/৩ জন লোক নোম্যানস ল্যান্ড অতিক্রম করতে থাকলে বিজিবি জোয়ানরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা বিজিবির হাত থেকে রেহাই পাবার তাগিদে বহনকৃত মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে ফেলে যাওয়া বস্তা বিজিবি জোয়ানরা  উদ্ধার করে রৌমারী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে এনে বস্তা খুললে সেখানে ভারতীয় মদ অফিসার চয়েস ৮৫ বোতল পাওয়া যায়। যার আনুমানিক মুল্য নির্ধারণ করা হয় ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। পরবর্তিতে সিজার লিষ্ট করে উক্ত মাদকদ্রব্য ধ্বংসের জন্য  কুড়িগ্রাম মাদক নিযন্ত্রণ অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কুগ্রিামের রৌমারী সীমান্তে বিজিবি কতৃক ভারতীয় মদ আটক

Update Time : ০৮:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

রৌমারীতে বিজিবি কতৃক ভারতীয অফিসার চয়েস (মদ) উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর বিজিবি কোম্পানী’র ৬ সদস্যের একটি টহলদল টহল কমান্ডার হাবিলদার মো, জোহায়ের আলীর নেতৃত্বে নায়েক শ্রী ভবেশ চন্দ্রদাস, ল্যন্স নায়েক আকতার হোসেন, ল্যন্স নায়েক তাহাজ্জুদ হোসেন, সিপাহী শ্রী সুজিত বৈরাগী, সিপাহী মো, তরিকুজ্জামন।  রৌমারী সদর ইউনিয়নের সীমান্তবর্তি এলাকা বোল্লাপাড়া ১০৬৩/৪ এস সীমান্তের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে টহলরত জোয়ানরা ওত পেতে থাকে।

ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে ভারতের কাটাতার ভেদকরে বস্তা মাথায় ২/৩ জন লোক নোম্যানস ল্যান্ড অতিক্রম করতে থাকলে বিজিবি জোয়ানরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা বিজিবির হাত থেকে রেহাই পাবার তাগিদে বহনকৃত মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে ফেলে যাওয়া বস্তা বিজিবি জোয়ানরা  উদ্ধার করে রৌমারী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে এনে বস্তা খুললে সেখানে ভারতীয় মদ অফিসার চয়েস ৮৫ বোতল পাওয়া যায়। যার আনুমানিক মুল্য নির্ধারণ করা হয় ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। পরবর্তিতে সিজার লিষ্ট করে উক্ত মাদকদ্রব্য ধ্বংসের জন্য  কুড়িগ্রাম মাদক নিযন্ত্রণ অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হবে বলে জানান।