মেহেরপুরের গাংনী উপজেলার করমদী বাগান পাড়া থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম হানিফের পরিবারের লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে। হানিফ ওই গ্রামের আবু জাহিদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, হানিফ রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহর সুরত হাল রিপোর্ট করে। তবে কি কারনে এ আত্মহত্যা তা জানাতে পারেনি পরিবারের লোকজন।
এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরবতীর্ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।