বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোঃ শরিফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ পালন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ১০টায় শহরের যুগিরঘোল এলাকায় বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।