মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
মাগুরা জেলা খেলাফত মজলিসের আহবায়ক হাফেজ মাওলানা আবু তালেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আবু আব্দুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, খেলাফত মজলিসের নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান, খেলাফত মজলিস নেতা মাওলানা হাবিবুর রহমান, ডঃ মাওলানা সামসুজ্জামান, মাওলানা ফয়জুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সবশেষে শহীদদের আত্নার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া করার মধ্যদিয়ে আলোচনা সভা শেষ হয়।