কুমিল্লার হোমনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ এবং মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, যুগ্ম-আহ্বায়ক শেফালী বেগম, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবুল হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।