নওগাঁর পোরশায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ভোরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনসহ সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের নেতৃতে, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহমদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে, উপজেলা বিএনপির অপর অংশের পক্ষে সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসন দিনটি উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা, ৩১বার তোপধ্বনি, বিজয়মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।