টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোর ৬ টা ৩৬ মিনিটে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধ (অর্জন) এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার (এক্সটেনশন) রাজিব মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী অফিসার মোহাম্মদ কোহিনুর ইসলাম, মির্জাপুর প্রেস ক্লাব, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, মির্জাপুর মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাপুর বন বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পাটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও উপজেলা চত্বরে সকাল সাড়ে দশটায় আলোচনা সভা এবং মেলার আয়োজন করা হয়।