বাংলাদেশে এই সময়ের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ সবসময়ই ব্যতিক্রম সব উদ্যোগ নিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছরের পথচলায় বহু শিল্পীর দেশের গান প্রকাশেও ছিলো ভীষণ আন্তরিক। বিশেষত এই প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ ভীষণ শিল্পী বান্ধব হিসেবেই খ্যাত। যে কারণে শিল্পীদের গান প্রকাশে তিনি সবসময়ই আন্তরিক। সেই ধারাবাহিকতায় ল-নস্থ প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক রাজা ক্যাশেফ ও তার সহধর্মিনী শ্রোতাপ্রিয় গায়িকা রুবায়েত জাহানের কন্ঠে বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে নতুন দেশের গান ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’ প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকেই। গত ১৫ ডিসেম্বর রাজধানীর গুলশানের বেঙ্গল ব্লুবেরি হোটেলে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা’র উপস্থিতিতে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশনা এই অনুষ্ঠানের মাঝেই ভিডিও কলে রুনা লায়লার সঙ্গে কথা হয় পাকিস্তানের জনপ্রিয় গায়ক, হিন্দী ও উর্দু প্লে-ব্যাক সিঙ্গার রাহাত ফতেহ আলী খানের। কাওয়ালির পাশাপাশি রাহাত ফতেহ আলী খান গজল ও অন্যান্য হালকা সঙ্গীতও করেন। অনুষ্ঠানে হঠাৎ রুনা লায়লায় ও রাহাত ফতেহ আলী খানের ভিডিও কলে কুশলাদি বিনিময় এবং আরো আনুষঙ্গিক কথা বার্তায় পুরো আয়োজনকে যেন বিশেষভাবে আলোকিত করে তোলে। এই সময় রুনা লায়লা লায়লা তার সুরে গাওয়া রাহাত ফতেহ আলী খানের গাওয়া ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি গেয়ে শোনালে অপরপ্রান্ত থেকে রাহাত ফতেহ আলী খানও গেয়ে শোনান। অনুষ্ঠানের সবাই এমন একটি অবিস্মরনীয় মুহুর্ত পিনপতন নীরবতার মধ্যদিয়ে উপভোগ করেন। কথার শেষপ্রান্তে রুনা লায়লার মাধ্যমে রাজা রুবায়েত’র দেশের গানটির জন্য রাহাত ফতেহ আলী খান তার আন্তরিক শুভকামনা জানান। কবির বকুলের লেখা রাজা রুবায়েতের গানটির সুর সঙ্গীত করেছেন রাজা নিজেই। মনোরম লোকেশেনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রুনা লায়লা বলেন,‘ রাজা ও রুবায়েত দু’জনই আমার ভীষণ ¯েœহের। রাজা আমার সুর করা অনেক গানের সুর সঙ্গীত করেছে। তার কম্পোজিসন আমার ভীষণ ভালোলাগে। সবচেয়ে বড় কথা রাজা ভীষণ ধৈর্য্যশীল। বাংলাদেশের শ্রোতা দর্শকের জন্য রাজা নিবেদিত। তাদের দু’জনের এই গানটি সবমিলিয়ে আমার খুউব ভালোলেগেছে। সৈকত রেজা খুউব চমৎকার মিউজিক ভিডিও বানিয়েছে। আর ধ্রুব ভীষণ ভালো মনের মানুষ। তাকে আমি খুউব ¯েœহ করি। আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য তার ব্যাকুলতা আমাকে আপ্লুত করে।’ ধ্রুব গুহ বলেন,‘ একটি গান প্রকাশের জন্য রাজা রুবায়েতকে অনুপ্রেরণা দিতে শ্রদ্ধেয় রুনা আপা যেভাবে এগিয়ে এলেন, তাতে আমরা সবাই আগামীতে আরো ভালো গান প্রকাশে সত্যিই দারুণভাবে অনুপ্রাণিত হলাম। রুনা আপা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন, এটাই অনেক বড় আশীর্বাদ।’ অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন খুরশীদ আলম, ফোয়াদ নাসের বাবু, সাদেক আলী, শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, রবি চৌধুরী, তরুন মুন্সী, জুয়েল মোরশেদ, তানজিনা রুমা, জাবেদ আহমেদ কিসলু, মিথুন চক্র, সৈকত রেজা প্রমুখ।