গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইন্দ্রীরারপাড়ের ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহ্ফিল ভরকুল কূঠিজামে মসজিদ উন্নয়ন কল্পে ১৫ ও ১৬ ডিসেম্বর রবি ও সোমবার প্রতিদিন বাদ আছর হতে অনুষ্টিত হয়। ১৫ ডিসেম্বর রবিবার মাওলানা কাজী আমজাদ হোসেন-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন,,,মাওলানা মোস্তাফিজুর রহমান,২য় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন -মাওলানা ইকরামুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দরগঞ্জ আহ্বায়ক মোঃবাবুল আহমেদ।
২য় দিন ১৬ ডিসেম্বর সোমবার ক্বারী মোঃ আব্দুল হামিদ (পেশ ঈমাম ভরকূল কুঠি জামে মসজিদ)এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি,২য় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন,, মাওলানা এমদাদুল হক এছারাও তাফসীর পেশ করেন,স্হানীয় মাওলানা হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।২দিনের তাফসীর মাহ্ফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি অবঃজেলা কৃর্ষি অফিসার সাফায়েত হোসেন(সুজা) সেক্রেটারি আব্দুল জলিল মাষ্টারের সার্বিক তত্বাবধানে শতাধিক তরুন স্বেচ্চাসেবকদের অংশগ্রহনে মাহ্ফিল সুম্পন্ন হয়।